ধারা- ০৬

৬.১ । অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্যতা :
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের স্নাতক ডিগ্রী ধারী সকল প্রাক্তন শিক্ষার্থী সদস্য হবার যোগ্য। তবে উক্ত বিভাগ
থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রীধারী প্রাক্তন শিক্ষার্থীও অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হতে পারবেন। সদস্য পদের জন্য নির্ধারিত ফরম পূরণপূর্বক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদেও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে ।

৬.২ । সদস্যঃ

অ্যাসোসিয়েশনের তিন ধরনের সদস্য থাকবেঃ-
ক) সাধারণসদস্য- প্রতিবৎসর ৫০০ (পাঁচশত) টাকা অ্যাসোসিয়েশনের তহবিলে জমা প্রদানের মাধ্যমে সাধারণ সদস্য হতে পারবেন। সাধারণ সদস্যগণ অস্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হবেন। বাৎসরিক চাঁদা পরিশোধ ব্যতিরেকে বার্ষিক সভায়/নির্বাচনে অংশ গ্রহণ/ভোট প্রদান করা যাবেনা।
খ) আজীবন সদস্য- অ্যাসোসিয়েশনের তহবিলে এককালীন ৩০০০ (তিনহাজার) টাকা জমাদিয়ে আজীবন সদস্য হতে পারবেন। আজীবন সদস্যগণ স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হবেন। তাদেরকে বাৎসরিক আর কোন চাঁদা দিতে হবেনা ।

বি:দ্রঃ
ফিশারীজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.মোঃ শফি অত্র অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ১নং আজীবন সদস্য হিসেবে থাকবেন।
গ) দাতা সদস্য- সদস্যদের (সাধারণ, আজীবন ও সহযোগী) মধ্য হতে এককালীন ন্যূনতম ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা স্থায়ী প্রদানের মাধ্যমে দাতা সদস্যেও মর্যাদা প্রাপ্ত হবেন ।

৬.৩ । সহযোগীসদস্য(শিক্ষক) :
ঢাকা বিশ^বিদ্যালয়ের ফিশারীজ বিভাগের ছাত্র ছিলেন না কিন্তু ফিশারীজ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন/ছিলেন এমন শিক্ষকগণ বাৎসরিক ৫০০ (পাঁচশত) টাকা অ্যাসোসিয়েশনের তহবিলে জমা প্রদানের মাধ্যমে সাধারণ সদস্য হতে পারবেন অথবা এককালীন ৩০০০ (তিন হাজার) টাকা অ্যাসোসিয়েশনের তহবিলে জমাদানের মাধ্যমে আজীবন সদস্য হতে পারবেন ।

৬.৪ । সদস্যপদ বাতিলঃ
ক) অ্যাসোসিয়েশনের মূলনীতি সমূহের বিরুদ্ধে অনাস্থা পোষণ করলে তথা সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করলে তথা জাতীয় জীবনে এতদ সংক্রান্ত কোন কাজে জড়িত থাকলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। যা সাধারণ পরিষদেও সুপারিশক্রমে কার্যনির্বাহী পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে কার্যকর করবে।
খ) কোন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলে সেক্ষেত্রে সদস্যকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করতে হবে যা কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে কার্যকর হবে ।
গ) কোন সদস্য মৃত্যুবরণ করলে তার সদস্য পদ স্থগিত হবে ।

৬.৫ । বাতিলকৃত সদস্য-এর পুনরায় সদস্য পদ গ্রহণঃ
আবেদনের ক্ষেত্রে সাধারণ সদস্য পদের যোগ্যতা ও পদ্ধতি অনুসরণ করা হবে। সদস্য পুনর্বহালের জন্য সভাপতি বরাবর আবেদন করতে হবে এবং কার্যনির্বাহী পরিষদেও অনুমোদন সাপেক্ষে সদস্য পদ

Download DUFAA Membership Form